কারে দেখে আজ ঘুম ভেঙেছে সকালে
মনে করে নিই! আঁখি খুশি অবসান
হয়নি তাহলে প্রিয়! পিছনে আহ্বান-
করে গেছ আজ; ওই রাঙা শতদলে
আসিতে পথের পরে- পিছনে ডাকিলে;
সেই চেনা সম্পর্কেতে আঁখিতে ক্রন্দন-
ছলছল চোখ মাঝে, পুরানো রোদন!
চৈত্র শেষে অবেলায় হৃদয়ে আসিলে।


কতদিন কেটে গেছে, ভাবনায় কাল!
কত চাঁদ আকাশেতে দিয়ে গেছে আলো;
রঙিন পরশখানি দুয়ারে মেলায়-
আমার কণ্ঠ জুড়ে আছ চিরকাল;
মনে মনে ডেকে গেছি, বেসেছি যে ভালো-
আজ তাই ওই ডাকে পিছু ফিরে যাই।
          ---------


# সনেট