আমার শিশুর মাঝে- আমার সকাল
বেলার স্বপন দেখি; সেই ছেলেবেলা
হারিয়ে যেত রোদ্দুরে! খেলেছি একেলা,
সময় কাটত ঘরে; হরেক খেয়াল-
কত নবীন আকাশ- স্বপ্নেরা বেহাল!
রান্নাবাটি, গাছপূজা, রাজাদের খেলা-
কান্নাসাথি আত্মঘর সেই শিশুবেলা;
স্বপ্নেরা নদীর পথে কাটে চিরকাল।


আপন করেছি আজ, সেই স্বপ্নগুলি
নতুন করে! মনেতে নিজেরে ভেবেই;
ফেলে আসা দিন সব, সাথে রাখি তুলি-
আমার চেতন ঘরে মন পরবেই।
বালক বেলা গোপনে একাএকা ক্ষণে
আমি ও আমার শিশু আজকে দুজনে।
         ----------


# সনেট