বসন্তপবনে সাথি, রজনি সুগন্ধে-
ভেসে ভেসে, পরপারে যেথা দিবাকর
করিছে অপেক্ষা; একা অশান্ত আবার
মন মাঝে জড়ো হয়- সুরপ্রিয় ছন্দে!
আমি দেখি সেই পথ কতই আনন্দে
রত প্রহর যামিনী, নিশি-দিন চরাচর;
সেথা যে বাতাস আসে- সুরের প্রান্তর
তবুও! মনেতে থাকি অপলক দ্বন্দ্বে।


তবু মন আশাবাদী, হতাশা সময়
এখন পৃথিবী জুড়ে- একাকীত্বে যাও
মর্তলোকে আনন্দিত! সুপ্ত থাকে ভয়-
আনন্দের গীতখানি সমাহারে গাও;
আমার দুঃখের সাথি ভরেছি আনন্দে-
আমি সেথা দিব পারি সুর-তাল-ছন্দে।
         ------------


# সনেট