জীবন ছুটেছে আজ, বৈশাখের রোদে-
চুপিসারে ও অজ্ঞাতে; ভীত লাঞ্ছনায়
মৃত্যু মিছিলে শামিল! বড়ো অসহায়,
প্রতিপদে কান্না আসে- প্রতিটি সংবাদে;
স্মৃতি এসে নাড়া দেয় আমার প্রমাদে-
যৌবনের হাতছানি রাত বিছানায়,
স্বপনের কালঘুমে রীতি বদলায়;
বাঁধা ছকে পড়ে থাকি- জীবনের হ্রদে


এখানে জীবন জানি বড়ো শুনসান!
সব গান ভেসে চলে- তীব্র আন্দোলনে,
সানন্দে আপন সুরে আজ ভুলি গান;
জীবনে জীবন দেয় শুধু জনগণে।
এ জীবন আমার নয়, সময়েতে বাঁধা-
মৃত্যুর আগুন মাঝে জীবনটা ধাঁধা।
           ------
# সনেট