আজ বসন্তলগন শেষে, একবার
চেয়ে দেখি- প্রাণসাথি, পূর্ণআভা তরে!
তোমাকে শোভিত দেখি, আমার দুয়ারে;
একাকী রজনি মাঝে- শান্তি সমাহার,
কতক কালের স্রোত দেখি বারবার;
ঝরে যাওয়া স্বপনে, নীরব প্রহরে-
ওই বুঝি বাসন্তিকা! শেষ পরপারে,
দেখে শুধু মুগ্ধ হই- আমি লিপিকার।


চলে গেছে ঋতুরাজ! রিক্ত পুষ্পরাশি,
মলিনবাতাস বুঝি হয়ে যায় ভুল-
সকল সীমানা মাঝে; হরেক বাসনা-
আবার আসিবে তুমি, মনে তাই হাসি;
আবার ফোটাবে শাখে রঙিনশিমুল!
তোমার আঁচল মাঝে হব আনমনা।
         ----------


# সনেট