না বলেও কত কিছু বলা হয়ে যায়-
তোমার না বলা কথা, আমি নেব বুঝে।
না বলার মাঝেতেও; শব্দ, ছন্দে তাই-
তোমা মাঝে চাই নিতে কবিতাটি খুঁজে।
তুমি আমি একসাথে- কবিতাসমুদ্রে
সাঁতরাতে এসেছি যে; সহজ পরবে
দিনে রাতে, লুকোচুরি, কখনও রৌদ্রে-
তুমি স্বাচ্ছন্দ্যেতে আজ, আমি যে স্বভাবে।


গোলাপের ফুলে থাক- অগণিত কাঁটা,
তোমার চেতনাখানি, শুদ্ধ অমলিন;
তোমার ভাবনা থেকে আজ করি ঋণ!
তোমার ও পাগলামি- জোয়ারেতে ভাটা।
কত দ্বিধা দিয়ে গেছ, কবিতা সুখেই-
সুন্দর প্রকাশ দেখি সেদিন থেকেই।
           ---------


# সনেট