কবির কলম আজ শিমুলে-পলাশে
নয়, নহে নদী, নাহি সমুদ্রের স্রোতে;
নহে নারী, নহে পাখি! মধুর প্রভাতে
আসেনা ভাষা কবির কলমে, বিলাসে
কাটিছে সময় তার! রজনির শেষে
নাহি মান-অভিমান, বিদ্রোহের রাতে
লেখেনি কবিতা জানি! শাস্ত্রের সাক্ষাতে
কবির অভাব দেখি- তামাশায় হাসে।


কবি আজ আস্তাকুঁড় থেকে তুলে আনে
শব্দ! কবি স্বপ্ন দেখে- যেভাবে সতত
গভীর রাতেতে, মন পরকীয়া টানে
ছুটেছে আদিমতায়; একা অবিরত।
পতিতাপল্লির কথা যদি কবিতায়-
তাহলেই পঞ্চমুখ! শত প্রশংসায়।
            ---------


# সনেট