আপন সুরে বাজিয়ে চলো- তোমার এ
নিত্যবীণা! কত সুর ওঠে যেন তারে-
নানা কথা বলা হল সার, অনাদরে
দিয়ে চলে সুরসুধা আমাতে ছড়িয়ে;
নিমেষ চাহুনি তব, গাঁথা থাকে চেয়ে-
আঙুল চলিছে হেঁটে ধ্রুপদির সুরে;
চেয়ে শুনি- আঁখি মুদে, আমি বারেবারে!
আমি সুরে মুগ্ধ হই- তোমাকেই পেয়ে।


থেমে যায় তব সুর, বাজে মন মাঝে...
অনাবিল একমনে- ভোর হতে সন্ধ্যে;
আমি বুঝি গেয়ে যাই- মোর নানা কাজে।
পড়ে গেছি আজ সুখে সুরেরই দ্বন্দ্বে-
অবেলার সেই সুর! মনে ভাসে আজ-
জীবন তলের সুরে, ভুলি মোর লাজ।
       ------
# সনেট