আমি আনমনে তার ছবি এঁকে গেছি-
আমার হৃদয় ঘরে; আমার মনের
শত আনন্দমোহরে, শুধু হৃদয়ের
অনুভবে; ভাবনায় কবিতা লিখেছি
কত; সে মোহিনী বেশ! অরণ্যে দেখেছি-
তার সুবাস ভূষণ; নবীন দিনের-
মন্দ্রিত কামনা সাথি আমার! প্রাণের
সকল সে ধন আমি তুলে রেখেছি।


আজ যেন অবেলায়, মনে হয় মিথ্যা!
সেদিনের ঝরাফুল- আপন দুয়ারে
শুধু মনে এসেছিল আপনার সত্তা;
তোমাকে দেবার ছিল ঋণ সমাহারে!
সব ফুল ঝরে গেছে, ওই শাখা হতে-
আনন্দে ভাসিব বুঝি প্রণয়ের স্রোতে।
        --------


# সনেট