গৃহদ্বারে এসে আজ, আভা দিয়ে গেলে
মোরে! কত যে রঙের মালা ওই হাতে;
রাঙা মুখে এসেছ যে বসন্ত প্রভাতে!
রঙিন প্রভাতক্ষণে ঋণী হতে এলে-
আমারেই দোল দিয়ে কীবা সুখ পেলে!
তোমার পরশে যেন, উঠিয়াছে মেতে-
শোভিল ঘরের দোর; আজি এ বসন্তে
রং মেখে মোহিত হই নীরবতা ঢেলে।


রঙিন বদনখানি আরশিতে দেখি-
মুছিব না তারে আমি, দিবসের ভাগে
এমন রঙিন বেশ যতনেতে রাখি;
তোমার রঙের ছোঁয়া খুব ভালোলাগে!
এভাবেই এসো রোজ রাঙাতে আমায়-
মনের দুয়ার কোণে রাখিব তোমায়...
      -------