এ বেলায় আজ শুধু, রঙে মাখামাখি
তোমাতে আমাতে! রঙে সাজে মণিহার
সবুজ এ তনু মাঝে; কত হাসি রাখি-
বসন্তপূরণ দিনে, তোমার বাহার!
এসো, আজ হলুদ ও শাড়িখানি পরে-
সাথেতে আবীরময়, মোহিনীবদন
নবপত্রে বিকশিত; প্রণয়ের দ্বারে-
আনন্দেতে মাখামাখি প্রাণের সুজন...


আজ যেন ধরা বুকে- কতই প্রলাপ!
বহিছে আপন চিত্তে পরব বাতাস-
মনের আপন ঘরে যতন বিলাপ;
তুমি আর আমি শুধু রঙেতে প্রকাশ।
আজিকার দিন কাটে আনন্দ-নীরবে;
তোমারে দেখিব আজি বসন্ত পরবে।
          ------------