আজিকার এ বসন্ত! ভেসেছে বাদলে-
অবেলার ফাগুনের ঝড়ে; নবপত্রে
বহে ঝড়-বায়ু, আর  বহে আঁখিজলে!
ঝরিছে যে শুষ্ক-পত্র, প্রলয়ের ছত্রে...
ভিজেছে শিমুল বন, পলাশের সাজ
মলিন হয়েছে কত; নব সমাহার
বিঘ্নিত প্রাণেতে দেখি, শতরূপ আজ;
নিমেষে ভোলায় যেন সকল বাহার।


সেদিন এসেছে সবে, মধুকর বেশে-
প্রণয়ের রঙে রাঙা আপনার মন;
কোকিলের ডাকখানি শুনি ভালোবেসে-
মনের দুয়ার মোর রঙিন তখন;
ঋতুরাজে ভুলি আজ শ্রাবণধারায়-
আমার সকল স্বপ্ন, বাদলে হারায়।
        --------------