সেদিন শ্রীপঞ্চমীর সকাল, ও সব
কিছু নিয়মিত; তবু কন্যা বিসর্জন!
মেয়ে মর্গে অপেক্ষায়, দেহখানি শব।
পঁচিশ বছরে বধূ- অপরাধ পণ।
সে গঞ্জনা সয়ে গেছে- স্বামী শাশুড়ির,
অভিযোগ ম্লান হয়- শেষ আত্মহত্যা;
মারতে গিয়েছে তারা ওই কন্যাটির;
পায়েলের ও বাড়িতে আজ শোকবার্তা!


এখনও মেলায়নি রাঙাচেলি পরা-
সেই সুমধুর স্মৃতি; লাল বেনারসি,
ফুলের মালা, শোলার ও মুকুট জোড়া;
শোভে রানি মূর্তিখানি, প্রাণঢালা হাসি!
দুখানি সজল চোখে কতই স্বপন-
কোথায় মেলাল রূপ- সোহাগ আপন।
             ----------