বাদল ঘুচে এল আবার রোদ-
আমার প্রতি তোমার প্রতিশোধ;
           দূরের পথে তুমি মোহিনী।


অনেক কথা তোমায় বলেছি-
গহিনঘরে একলা হয়ে আছি;
           কথা তবু তুমি বলোনি।


তোমায় নিত্য পাঠায় খুশি-
শুধু শুনতে তোমার হাসি;
           করব না আর তোমায় জ্বালাতন।


আমি নিত্য ছন্দ নিয়ে বাঁচি;
কবিতায় তোমার কাছাকাছি-
         আমার মনে তোমার নিমন্ত্রণ।
         ----------