রামেরসুমতি আজ বঙ্গের বসন্তে-
দানা বাঁধে, রামায়ণ আসর দুয়ারে!
ভুলেছি তুলসিদাস, বাল্মীকির অন্তে,
কৃত্তিবাসের কথাও ধূলা-বালি পড়ে।
তবু আজ চারিদিকে 'রাম রাম' ধ্বনি,
অস্ত্র হাতে তুলে নেয় রাম উপাসক;
বাংলার মাটিতে আজ রাম আগমনি-
এমন মিছিলে তাই, দেখি কত লোক!


রাম-সীতা-লক্ষণ ও সাথি হনুমান,
সে আছে কাহিনিতেই- ও গল্পকথায়;
আজ নব রামায়ণ করি অনুমান!
সবে যেন দাশরথী, এখন বাংলায়-
আজ এই উন্মাদনা কীসের প্রমাণ!
রামভক্ত রাম চেনে, গেয়ে জয়গান।
           ---------

# সনেট