কথা আজ মিশে যাক, বৃষ্টির ধারায়
অবিরত! মনোরম শব্দে অঙ্গিকার
করব দুজনে এসে; দেখা কবেকার-
যেমনে আকাশ পথে মেঘেরা হারায়;
কুসুম কানন মাঝে ফুলেরা সাজায়;
তোমাতে মিশিব আজি- ঘোচাব আঁধার
রাত্রির লগন আসে, মনে পারাপার!
অন্তরে নীরব বেলা প্রাণ কেঁদে যায়।


তারপরে নিশি জুড়ে কত কথকতা-
আলিঙ্গনে নিশিভোরে, মিলিব দুজন
তোমার আঁচল সনে; তরু-মূল-লতা
হয়ে দিব ধরা, প্রাণ থাকে যতক্ষণ!
আজিকে ধরণি ভাসে মুশলধারায়-
স্বপনের কাছে দেখি কী বা মোহময়।
         ----------


# সনেট