অন্ধকার চারিদিকে ধূসর মেঘের
মতো, অস্পষ্ট- অস্ফূট; ব্যথায় আহত-
অবাকে চমকে উঠি! এক বিস্ময়ের
করাঘাতে ক্ষয়ে যায়- দেখি নিয়মিত।
আঁধার আড়ালে রাখে নীরব সীমানা-
এ বিস্ময় ভরা চোখে আমি উদগ্রীব!
মৃত নীরব পৃথিবী, প্রবেশেতে মানা;
শব্দহীন পাথরেতে কোন সে সজীব!


কতকাল আগে দেখা- অদৃশ্য বাতাস
আজ দেখি ফিরে এল, বিকৃত সময়ে
অচেনায় চেনা থাকে শিহরিত মাস;
কেঁপেছে আমার বুক অকল্পিত ভয়ে-
সাথে নিয়ে বেঁচে আছি মৃত অনুভুতি!
আজকে অস্পষ্ট মুখে এই পরিণতি।
      -------------------


# সনেট