মন পাখি উড়ে যেতে চায়
দূর করে সকল বাঁধন;
খেলা সাথে সময় কাটায়
দেহ বোঝে, বোঝে না যে মন।


মন ছিল আমার মতন
গল্প কথার রঙিন ঝাঁপি;
অবুঝ মনে প্রণয় শত
পরানেতে এ পরান সপি।


হেসে আদরে কেটেছে বেলা
সাথেতে রাখিব ভালোবাসা;
সকল বাঁধার ছিন্ন খেলা
দূর করি এ মনের আশা।


কোন পথে আজ মন যায়
কোন ঘরে বাঁধে তার বাসা;
মনের বাঁধন ছিন্ন হয়
দূর করি মোর সব আশা।
      -------