সব কালো ঘুচে গেছে আজ
ওই মেঘ থেকে অলিগলি;
সারাটা দুপুরে কত কাজ
জিজ্ঞাসা নিয়ে মনকে বলি।


বিকেল ফুরিয়ে যাবে শেষে
খুঁজে নেবে সবাই আশ্রয়;
নির্ভর করেছি মিলেমিশে
রাঙিয়ে তুলেছি যে প্রণয়।


মনে মনে কথা বলি কত
ফিরে দেখি সেই স্মৃতিমালা;
জীবনে জীবন থাকে শত
তবুও মন নিয়ে উতলা।


আমার ঘরে থাকে আঁধার
জীবন বয়ে চলে পরশে;
ফেরা পথে ভাবি বারবার
বসন্তবেলা মাঝে হরষে।
        -------