অবসরে আজ পাশাপাশি
মন মাঝে গাঁথা কত ছক;
মায়াডোরে দুজনেতে ভাসি
চেয়ে থাকা মনে অপলক।


দূর দেশে নতুনের ফুল
আঙুলের আদেশেতে বাঁধা;
পাখি ডাকে দুনিয়া আকুল
মায়াডোরে চোখ জুড়ে ধাঁধা।


কত সাধ খেয়ালেতে গুনি
পতিত প্রাণের তরে সাজা;
মন খারাপের গান শুনি
রাজা নেই, সব আজ প্রজা।


রতনে রতন চেনে জানি
শ্রমিক সব ব্যস্ত ভীষণ;
লতা গাছে প্রণয়টা মানি
চেয়ে থাকা আর কতক্ষণ।
       --------