জানি, আজ খুব কষ্টে বেলা কেটে গেছে
তোমার! একাকী নম্র আচরণে- পাশে
বসে ছিলে সারাদিন, বৃথা অভিলাষে
বাহুডোরে মোর; কেন সময় বহিছে
ব্যর্থ! প্রভাত বেলাতে বাতাস লাগিছে-
আঁখিপাতে; সুমধুর সুবীণা প্রকাশে
তোমার আঁচল মাঝে! আজ মধুমাসে-
ভেবে দেখি মনখানি লজ্জায় ডুবিছে।


ধীরেতে মেলাল প্রাণ, রজনি আসন্ন!
সন্ধ্যার পুষ্প সকল সুভাষিত তানে-
বয়ে চলে আঁধারেতে, সাথে অভিমান;
আঁখিদুটি মিশে আজি হৃদয় প্রসন্ন-
বনতল মুখরিত নব নব গানে;
মোর ভাবনা সকল তোমার সম্মান।
        ----------


# সনেট