এসো ঘরের দুয়ার পথে আজ, নব
প্রভাতের আলোমালা সাথে করে নিয়ে-
নানা পুষ্প সাথে করি; সুপ্ত পথ দিয়ে
আমার দুয়ারে আজি প্রীতি কলরব!
তোমার ও প্রতীক্ষায় আজিকে পরব,
কত কথা লেখা আছে- করবীর ছায়ে
যাবার পথেতে যেন একবার চেয়ে;
এসো আজ অবেলায় আমাতে নীরব।


কত ঋতু চলে গেছে, কতদিন - মাস
কত জনে হেঁটে গেছে কত কথা ভিড়ে;
তবুও যে মন আজ তোমা প্রতীক্ষায়!
মাথা তুলে চেয়ে দেখি- মিটিছে উচ্ছ্বাস
শুভদৃষ্টি হবে আজি বাসনার তীরে;
নিমন্ত্রণ করেছি যে তীব্র মহিমায়।
         ----------


# সনেট