সারদামণি স্কুলের এগারো ক্লাসের
ছাত্রী কুসুম সাঁতরা। কেউতো চেনে না!
শ্যামবর্ণা, একরত্তি- প্রত্যন্ত গ্রামের
মেয়ে; কেন জানি, বিয়ে করতে চায় না।
এই যে প্রতিজ্ঞা তার গল্পটির মতো-
সময়ে এখন শুধু ভালো পড়াশোনা,
দাঁড়াবে নিজের পায়ে; ভাবে পরিণত!
কিন্তু, সমস্যা তার- মা, বাবা শুনছে না।


এমন প্রত্যন্ত গ্রামে এ বয়সে বিয়ে
হয়। হয়েছে তার মা, দিদিমাদেরও;
বিয়ের কথায় দেখি সবাই এগিয়ে।
বিয়েটাই শেষ কথা, পড়াশোনা ছাড়ো-
কুসুম ছুঁটেছে আজ- জীবনে বাঁচতে;
বাসরতলায় নয়; জীবনকে পেতে।
              --------


# সনেট