তোমার আঁখির পাতে- আজ পড়িয়াছে
চোখ, তোমার ললাট মাঝে; অবিরত
দেখে গেছি আঁখিতারা পল্লব! সতত
একখানি লাল টিপে রূপ ধরিয়াছে-
সজীব কেশের মাঝে স্বপ্ন লাগিয়াছে;
কতদূরে চেয়ে থাকা! লজ্জা অবনত
কাজল দু'খানি চোখে; প্রণয় নিয়ত-
মোর শুভদৃষ্টিমালা সেথা স্থাপিয়াছে।


দুখানি চোখের মাঝে কতই স্বপন
নবরূপ জোছনায়; লাজুক সোনালি
তোমার চোখের তরে কত যে আহ্বান!
অরূপরতন লাগে বরষ গোপন,
আমার সকল কথা তোমাতে অঞ্জলি-
আজ বুঝি রচিয়াছি কবিতা সোপান।
      -------------


# সনেট