তোমাকে অনেকদিন দেখিনা যে প্রিয়!
কেমন আছো? কোথায় আছো? অবেলায়
সেই নুপূরের শব্দ- আমারেই দিও;
আবার কখনো যদি দেখি অপেক্ষায়!
দিন সব চলে যায়, রাতগুলি আসে-
গোপনে গোপনে চোখ, মনের আড়ালে
পথ পরে চেয়ে আছি- বুঝি ভালোবেসে!
মোর কথা শুনিবারে ধূলায় দাঁড়ালে।


আজ অন্ধকার দূর হয়েছে, প্লাবন
এসেছে মনে, জ্যোৎস্নার উৎসব এখানে!
এই যাত্রাপথে তুমি কতই আপন-
আমারে তৃষ্ণার্ত রাখো বুকের ও কোণে;
এসো আজ হাত ধরে- করি রৌদ্রখেলা
মনের গভীর ঘরে প্রণয়ের ভেলা...
        ---------


# সনেট