জীবনেতে ফিরে আসি আজ
শুনে যাও মোর আত্মকথা;
দূর করে রাখি সব লাজ
দেখো চেয়ে মোর বিভিন্নতা।


শুরু হল বয়সের ফের
নব নব প্রাণ দেয় উঁকি;
আজও তা রয়ে গেছে জের
তবুও তো আজ আমি সুখি।


সেদিন ছিল কত বন্ধন
বারণ করেছে পরিজন;
দূর হয়েছে সেই শাসন
মন দ্বারে কতই কূজন।


অবেলায় কেটে যায় দিন
বসে বসে হেসেছি যে কত;
স্বীকার করেছি সেই ঋণ
ক্ষমা করো ভুল ছিল যত।
         -------