বইতে ছিল সেদিন হাওয়ার ভেলা-
সেদিন ছিল শ্রাবণ ঝড়ের বেলা;
            মনখারাপের একটি সন্ধ্যাক্ষণ।


গাছ-গাছালি সবাই শান্তিহীন;
সে এক বৃষ্টিপাগল দিন;
           আমার মাঝে আমিই চিরন্তন।


আকাশ পানে ছিল মেঘের সারি-
দূর্বাঘাসে শান্তিসুখের বারি;
            গাছের পাতায় বাদল সমাহার।


পথের 'পরে নেইকো চলাচল;
বন্ধ হল সকল কোলাহল;
            ধীরে ধীরে ঘনায় অন্ধকার।
           ----------