গভীর রাতে প্রদীপ নেভে, তেল শেষ
হয়; বিক্ষত স্বপ্নেরা এসে ধরা চায়;
অন্ধকার গ্রাস করে মুক্ত অনিমেষ!
একা জননী আমার- আঁধারে মিলায়;
দূরেতে পতঙ্গ ডাকে পূর্ণ সচেতন,
অজান্তে কথারমালা গাঁথে যে স্বপনে-
প্রশ্বাসপ্রেমীরা ফেরে  রজনী কখন!
অজানায় ঘুম ঘোরে এলোকেশ মনে।


ধীরে ধীরে আলো আসে মাটি বিছানায়-
দূর হয় সবিশেষ আঁধারের ঋণ;
ঘুম চোখে মনে হয়- কেউ অপেক্ষায়!
এভাবেই কাটে তার স্বপ্ন-নিশিদিন,
আবার জীবন শুরু, খেলা আত্মপর-
একাকিত্বে জেগে থাকে জননীর ঘর।
            --------


# সনেট