বই পড়তে ঘুমিয়ে গেছ
হাতে ধরা আছে তার কিছু;
শরীরের সাথে খেলিতেছ
ঝুলে ঝুলে মাথা করে নীচু।


বসে ছিলে সুবাস বদনে
বাহিরেতে বহিছে বাতাস;
ঘুম যে এসে গেছে লগনে
তোমাতেই করে বসবাস।


ঘুমঘোরে তোমার ঐ রূপ
জলভরা প্রকৃতির ঢেউ;
চেয়ে চেয়ে হয়ে গেছি চুপ
আর চেয়ে দেখেনাতো কেউ।


শুধু বলি, তুমি ঘুমে থাকো
আমার এ নজরেতে হারা;
তোমার ঘুমে আমারে রাখো
আমি যে দিব দিন পাহারা।
--------