আমাদের কাছে আছে নদী,
দিন বদলের পালনেতে যদি-
সব আশা আজ নিরবধি
        তবুও সেখানে রক্ত মেশানো ছাই;


আমাদের দিন সব আসে-
অপেক্ষা আর ভালোবেসে,
নদী তবুও সর্বনেশে
        আমরা নিঃশব্দে বাঁচতে চাই।


থেমে যাবে জানি সময়-
বেঁচে থাকি আশায় আশায়,
চোখের কোণেতে ওই ইচ্ছায়
        সময়ের সাথে একান্তে হাত ধরি;


পড়ে থাকা কত অভিমান-
সহজে তা মনের সমান,
তবু এসে আজ ম্রিয়মান
        প্রাণের দোরে আজ শপথ করি।
              ----------