বেঁচে আছি দুজনে বন্ধুত্বে
মুহূর্তগুলি রাখি সাজিয়ে;
আমাদের বাঁচাটা অস্তিত্বে
ক্রমশ বুদ্ধিতে ধার দিয়ে।


প্রতিদান নতুন খবর
আসে কত ভাবনা নবীন;
পুরানো সে প্রতিবেশী ঘর
মানুষে যে আমরা প্রবীণ।


তুমি আর আমি দু'য়ে মিলে
রচিব সে শত উপহার;
উভয়ের আত্মকথা পেলে
গাঁথিব নতুনের বাহার।


সৃষ্টির মাঝেতে চেনা জানা
দূর করি শত ব্যবধান;
গভীরেতে যেতে করি মানা
তবু তুমি সাথির সমান।
         ------