ঘুম ভেঙে যায় ওই শব্দে-
নীরালায় আছি ঘরের ছাদে;
রাতের আকাশ দেখি নিঃশব্দে
                দূরে দেখি চাঁদ একফালি;


চরাচর জুড়ে আছে কালো,
আঁধারে সকলই যে ভালো
উন্মুক্ত পথে প্রাণ জুরালো
                সোহাগের রাতে পরশ ঢালি।


ধীরে ধীরে রাত হয় শেষ,
জীবন ধরে তার নিজ বেশ
নীলান্ধকারে সব উন্মেষ!
                হাত ধরো আমার, পিছনে আঙুল;


আমার ঘরে কত শ্রাবণের জল,
নিঃশব্দের মাঝে কোলাহল-
রোদ্দুরে মুছিবে সব কাজল
               জানি, হেথা কিছু নেই ভুল।
             ---------