ওহে বীর কবি তুমি! হেথা আবির্ভাব
লয়েছ সাদরে, শত দুঃখ-কষ্ট সয়ে
পরাধীনতায়; বদ্ধ এ জনম লয়ে
রচেছ পরমাদরে, দারিদ্র্য স্বভাব!
তোমাতে দেখেছি সুধা, প্রীতিপূর্ণ ভাব-
আকাশে বাতাসে আছ পূরণ অক্ষয়ে;
উদ্দীপ্ত করেছ প্রাণ, আলোর বিজয়ে!
সাম্য প্রাণেতে দাও গৌরব জবাব।


নব অরূপরতন তুমি! ধূমকেতু-
কাব্য মাঝে দেখিয়েছ; বিদ্রোহী স্ফুলিঙ্গ
তোমার চেতনা মাঝে- সাম্যপ্রাণ সেতু
মিলনের দ্বারে আজ, পাশাপাশি বঙ্গ!
'অগ্নিবীণা' প্রাণপাতে ফুটিয়েছ ফুল-
তুমি যে তরুণ প্রাণ, কবি নজরুল।
              --------


# সনেট