ভেজাশাড়ি মেলে রেখেছিলে
এই সকাল বেলার রোদে;
ও আঙিনা যে ভিজিল জলে
চেয়ে দেখি মোর অনুরোধে।


আমি জানি, তুমি বাড়ি নাই
সকালেতে করে গেছ স্নান;
ফিরিবে সেই সন্ধ্যাবেলায়
ভেজাশাড়ি হবে খান খান।


আঙিনাতে একখানা শাড়ি
আর কিছু বসন্তের পাতা;
কেউ নেই যেন এই বাড়ি
মুছে গেছে ভোরের আলতা।


রাতে এসে পরবে আবার
এই প্রিয় দুধেলাল শাড়ি;
এর মাঝেই শান্তি আঁধার
আমি যে ছুঁয়ে গেছি তারই।
        -------