ছোটো ছোটো গাছে কত হাসি
হাওয়াতে দোলায় যে মাথা;
গরমের দিনে বানভাসি
আদরেতে ঢাকা থাকে সেথা।


গরমেতে কতই ঝঞ্ঝাট
পাখিরা যে লুকায় তখন;
লুকিয়ে সবাই পরিপাট
মন মাঝে আনন্দ যখন।


কত যে আসে জ্বালা যন্ত্রণা
সহজে কি তাই ভোলা যায়!
আর কিছু যে ভালোলাগে না
তাই ভেবে দিন চলে যায়।


কবে জানি আসিবে বরষা
আপন ঘরেতে রবে খুশি;
সবার মাঝেই এ ভরসা
সে কথা জানাতে আমি আসি।
         ---------