জীবনের খেলাঘর ভেঙে দিয়ে গেছ,
অজানা কুহক ঝড়ে; একদিন প্রাতে-
তুমি নীরবে আমার এ সাজানো খেতে,
ঝড়ের বিছানা থেকে ডেকে যে দিয়েছ-
নতুন ঝড়ের মাঝে; স্মৃতি সাজিয়েছ
টলমলে ও শিশিরে, তোমার ও হাতে-
থরথর উত্তেজনা আমার জগতে!
আমার স্বপ্নরজনি, তুমি শিখিয়েছ।


আজ দেখি সাগরের পারে অবিরত
কান্না বাসরের ছবি, তোমাতে আমাতে-
এতদিন যা দেখিনি আমার দুকূলে;
আমার সমাধি ভূমি সদা জাগরিত-
তোমাকে দেখিব সাঁঝে, সীমান্ত জাগাতে!
বারবার দেখা হবে- আত্মমোহ ভুলে।
         ------------


# সনেট