ঈশান কোণেতে আজ মেঘ করে এল
তীব্র, ঘন অন্ধকার ছেয়ে চারিদিকে-
নিস্তব্ধ প্রকৃতি যেন ভয়েতে ডুবিল;
অকস্মাৎ মেঘেরা ভাসে- দ্রুত অপলকে!
সারি সারি বনরাশি কাঁপিছে হেলায়,
প্রলয়ের সুর যেন ভাসে পরিবেশে;
আঁধারের রূপ আসে- বিকাল বেলায়
প্রলয় নাচনখানি শুরু হয় শেষে।


বিদ্যুতের ছটা ভাসে মেঘের ওপারে,
অতি ভীষণ গর্জন মোর রুদ্ধ ঘরে;
দুলিছে গাছের শাখা, আতঙ্কে ভীষণ!
অতঃপর শুরু হয় নবীন বর্ষণ;
ধরিত্রী হয়েছে খুশি চঞ্চল আশায়-
আনন্দসুচনা দেখি বৈশাখী সন্ধ্যায়।
        ----------


# সনেট