অনেক যতন নিয়ে প্রিয়
তুমি শুনতে আমার বাণী;
তোমার কথা শুনি আমিও
সাথে আগ্রহ আঁচলখানি।


বাদলের একছাট জল
হয়ে গেছে দেখি জানালায়;
সেখানে তোমার চলাচল
ছাদেতে উঠেছ অছিলায়।


দূর থেকে বলো কত কথা
কী এমন কথা আছে বাকি;
নিত্যদিন ঘটেছে যা সেথা
অথচ তুমি বলো কত কী!


তব কণ্ঠ বড়ো মধুময়
মাদকতায় ছেয়ে বিলীন;
তোমার কথার অপেক্ষায়
আমি বসে থাকি সারাদিন।
     ----------