আমার বেশ সময় কাটে
নানা কাজে একা একা -
পুরানো জিনিস ঘাটি, উল্টে উল্টে দেখি
আর তার সাথে কথা বলি,
কথা শোনাই।
আবার,
অনেক কিছু থেকে চোখ ফেরাতে পারিনা।
নানা কথার তালে সেগুলি মনকে বেশ ভাবিয়ে তোলে।
যখন বুঝি ভুল করেছি
মনে মনে ক্ষমা চাই,
অনুতাপ হয়।
সেই সব যাপিত জীবনের গোপন অধ্যায়গুলি
আজও হজম করতে পারিনি!
তাই ভুল স্বীকার করি, নিজেকে ধিক্কার দিই।
মাথা উঁচু করে দাঁড়াতে পারিনা।
যেন শপথ করার সুরে অনুতাপ করি।
          --------