বসে আছ তুমি বাহানায়
আমি আজ সহজেতে দেখি;
তুমি আছ মোর মোহনায়
চেয়ে চেয়ে ফেরেনা যে আঁখি।


নম্র তনু জুড়ে কমলতা
মুখের মাঝে রয়েছে হাসি;
হৃদয়েতে আছে সজীবতা
উন্মাদনা রাখি রাশি রাশি।


কেন এই পরিয়াছ বেশ
মনোময়, ভাবনা উথাল;
তোমাতেই আমি বুঝি শেষ
উপহার পদ্মের মৃণাল।


ও মুখে জোড়া চাঁদের আলো
বুকে আছে কতই সোহাগ;
দেখে জানি বেশ লাগে ভালো
মনে জাগে শত অনুরাগ।
        ---------