আমাকেই খুঁজে নেবে একদিন, দিক
হতে দিক প্রান্তে;অতি ভ্রাম্যমানতায়
বাংলার পথেতে আমি দেখা দেব ঠিক;
তোমার প্রত্যাশা রাখা এ মলিনতায়।
নদীপথ বয়ে চলে যুগ যুগ ধরে-
অন্ধ নীরব সাহসে! প্রাণের উৎসবে
গোপনেতে চন্দ্র ওঠে সমুদ্র শিয়রে;
নিত্যকথা লিখে রাখি প্রতিটি বিপ্লবে।


তারপর ঢেউ থাকে সীমাহীন দেশে-
জীবনে ফুরায় দেখি নিত্য লেনদেন;
আমি থাকি, তুমি থাকো, থাকে প্রতিবেশে-
মেঘ কাটে, রোদ হাসে, একেলা সফেন!
সেইদিন খুঁজে নেব আঁচলে তোমার-
এই কথা লিখে দেব স্নেহসুধা পার।
            --------


# সনেট