আমাদের স্বপ্ন ছিল অনেকটাই রাতজাগা;
অনর্গল দিনগুলি স্বপনের সাথে ভাঙা।


নদীর মতো স্বপ্ন ছিল আমাদের এই সুখে;
কত রামধনু এঁকে দিই তার বুকে।


গোছানো সকল ছবি আবেগেতে ভিন্ন ভিন্ন;
আমার শরীর জুড়ে অবশিষ্ট নবান্ন।


ভালোবেসে দেখেছি আক্ষেপ আঁধার;
সেখানেই খুঁজে গেছি আমি বারবার।


কুয়াশায় ভেসে আসে ঐক্যের ধ্বনি;
ক্যানভাসে উঁকি দেয় আমার ধমনি।


হেঁটে চলি আলপথে নীরব- শান্ত বেলায়;
একটানা আনচান কুসুমের সীমানায়।


ও কন্যা ! তোমার স্মৃতি নিয়ে আজ ভাবব-
স্বপ্নহীন পথে, ঈশ্বর সাথে ঘুম জাগব।
          ------------------