তুমি আজ কাছে এলে যেই-
ভেঙে গেল সকল বাঁধন,
তুমি আমি আছি ভালো সেই-
দেখি তার কত আয়োজন।


বাইরে তখনও ছিল শীত,
ছুটে ছুটে আসিছে হাওয়া;
ভিতরেতে কত হারজিত-
তোমাতে আজ মিশে যাওয়া।


একদিন বলেছ শুনিয়ে-
মনপথ ভালো করে রাখি;
আড়ালে যে চেয়েছ জানিয়ে-
বৃষ্টিতে ভিজিয়েছ ও আঁখি।


আজ তুমি সীমানা ছাড়িয়ে,
নিভে গেছে জগতের আলো;
দিয়েছ হাতখানি বাড়িয়ে-
বেসেছ যে আমারেই ভালো।
          ------