যা ছিল তা কম ছিলনা
চোখে কভু রঙ ছিলনা।
ললাট জুড়ে টিপ ছিলনা,
গন্ডদেশে তিল ছিলনা,
গোজা খোপায় ফুল ছিলনা,
চোখের ভাষায় প্রেম ছিলনা,
যা ছিল তা কম ছিলনা।।
জোৎস্না মাখা রাত ছিলনা,
হাতটা ধরে বাত ছিলনা,
এক বালিশে কাধ ছিলনা,
কাম-বাসনার স্বাদ ছিলনা,
যা ছিল তা কম ছিলনা।।
যেতে দেবার মন ছিলনা,
মনে কভু রোগ ছিলনা,
নামটা কি তা জানা ছিলনা,
যা ছিল তা কম ছিলনা,
মনে কভু রঙ ছিলনা।