সাদের কোল-বালিশ
মোহাম্মদ তারেক
-------------------------------
স্যার-জনাব-পুলিশ
শুনবেন আমার নালিশ?
ইঁদুর কেঁটেছে মোর-
সাদের কোল-বালিশ।
ইঁদুর পিতায় দিলুম নালিশ;
করবে না হয় উচিত পালিশ।
ওরে বোকা, কিযে বলিস!
ইঁদুর যে মোর সবে ঊনিশ।
গিন্নির চুলায় ভাজা ইলিশ;
খানিক বাদে পুরে চলিস।
মোরল বরাবর দিলুম নালিশ;
আঁচল নীড়ে মোর সাদের বালিশ।
বিষ নামাতে তৈল মালিশ;
ডাকলো মোরল বিশাল সালিশ।
কটু বাক্যে জের-জালিশ ;
বালিশের দাম হাজার চল্লিশ।
মাগো তুই ভালো থাকিস;
বিশ্ব-পিতায় করব নালিশ।
স্যার-জনাব-পুলিশ
ঐ গঙ্গায় হারাইয়াছি মোর
সাদের কোল-বালিশ।