কেন আমি পথশিশু? কেন আমি ফুটপাতে?
কেন জীবন আমার ওষ্ঠাগত ক্ষুধার যন্ত্রণাতে?
সবাই ছুটে যাও ফুটপাত দিয়ে কাজে,
আবার ফিরে আসো বেলা সাঝে।
যথারীতি আমি পরেই থাকি সেইখানেতে,
অসহ্য ক্ষুধা যন্ত্রণা নিয়ে সাথে।
কেউ কি আমায় দেখতে পাওনা?
নাকি দেখেও দেখতে চাওনা?
জন্ম হয়তো আমার কোন পাপির ঘরে,
তাইতো ঠিকানা আমার রাস্তার ধারে।
জায়গা হয়না আমার তোমাদের আঙ্গিনাতে।
শীত, গ্রীষ্ম, ঝড়,বৃষ্টি - বাদলের দিনে রাতে।
প্রচণ্ড শীতে গভীর রাতগুলোতে,
জায়গা হয় মোর শীতল ফুটওভারের ছাদে।
শীত নিবারণের জন্য করি কত কিছু,
তবুও শীত ছাড়েনা কিছুতেই আমার পিছু।
কারো সামান্য করুণায় ফুটে উঠে মুখে হাসি,
যদি হয়'ও তা একবেলার খাবার বাসি।
কতজন জায়গা করে মোরে কবিতা গানে,
কখনোবা করুণা ভঙ্গীতে টেলিভিশনের স্কিনে।
তাই দেখে- শুনে কারো কিছুক্ষন মৌনতা,
হতেও পারে স্সতা চোখের জলে সিক্ততা।
আমি শুধু থেকে যাই আগের জনে।
শত ধিক্কার তোমাদের এই সভ্য সমাজকে,
অবশেষে ব্যবসার পুঁজি করায় আমাকে।
প্রার্থনা আমার সেই বিশ্বপতির দরবারেতে,
রক্ষা যেন করে মোরে এই সমাজের গোগ্রাস থেকে।