ইচ্ছে করে লিখি এমন
   একটা কবিতা,
যেখানে তুলে ধরবো আমার
    ইচ্ছের ছবিটা।


মা'গো সর্বদা তোমার আকর্ষণ পেতে
    খুব করে ইচ্ছে হয়,
কাছের মানুষগুলোকে ভালবাসি
    একবার করে বলতে চাই।
ডানা মেলে ঐ দূর দ্যলকে
    উড়তে সাধ জাগে,          
যে  অপূর্ণ আকাঙ্ক্ষা পূরণ হয়নি
    কখনো আগে।
পুরতে চাই গিয়ে মরুভূমির
     উত্তপ্তময় রোদে,
ডুব দিতে ইচ্ছে হয় গিয়ে
     প্রকাণ্ডতাময়  নীলনদে।
উত্তাল সমুদ্রের তলদেশ থেকে
   মুক্তা আনতে চাই,
সেখান থেকে ফিরে যেন জীবনীর
    সকল ক্লেশ দুর হয়।
কিছু স্মৃতি রক্তাক্ষরে বুকে
     খোদাই করতে চাই,
ধারনাশক্তি গুলো যেন হারিয়ে
     ফেলতে না হয়।
গহীন অরণ্যে দুরবার সাহস নিয়ে হিংস্র হতে
     আশসাধ জাগে,
তাতে হিংস্রতর প্রানিকুল আমার
     সান্নিধ্যতা পাবে।
ক্ষুদার্থ মানুষগুলোর দেয়া সব
    অভিশাপ তুলতে চাই,  
তাদের উপর সকল নিপীড়ন থেকে
    অবকাশ দিতে চাই।  
যুদ্ধরত মানুষগুলোর মনে সম্প্রীতি
     দেখতে চাই,        
যেন নীরহ জনকুল নির্যাতন থেকে
     পরিত্রাণ পায়।
সকল সৃষ্টিকুলকে কাছে নিয়ে আমি
     বাঁচতে চাই,
আক্ষাংকা মোর যেন, সমগ্র সৃষ্টিকে সাথে নিয়ে
     সর্গে যেতে পাই।
একি শুধুই আমার উর্বর মস্তিষ্কের আলসেমি?
নাকি হৃদয়ে জাগ্রত মোর শিশুতোষ
      পাগলামি?


০২/০৮/২০১৭
০২:২০ এ.এম