কচ্ছপের মত দীর্ঘ নয় মানব জীবন
তবুও মানুষ অনন্তকাল বাঁচতে চাই।
জীবনকে জাগ্রত রাখতে চাই বলেই,
অনন্তনিদ্রা যেতে ইচ্ছে না হয়।


সবার মাঝে ভালবাসার অনুভূতি আছে
তাই সবাই ভালবাসার মানুষ পেতে চাই।
হ্রদয়ের মাঝে কারো উপস্থিতি থাকে বলেই,
না বলা অনেক কথাও বোঝা যাই।


সবসময় পরিস্থিতি মানুষকে তৈরি করে
মানুষ পরিস্থিতি তৈরি করে না।
তরল পদার্থের ন্যায় আকার বদলায় বলেই,
জীবনের হীমাগারে জমে যাই না।


সুখি হওয়ার অদ্ভুত ক্ষমতা আছে মানুষের
তাই সবাই সুখি হতে চাই।
পৃথিবীতে দু:খ কষ্ট আছে বলেই,
সুখের অনুভূতিটা টের পাই।


বুদ্ধিহীনরা বেশি তর্কবাজ হয়
তাই বুদ্ধির অভাব তর্ক দিয়ে ঢাকতে চায়।
দুর্নামকারীরা আড়ালপ্রিয় হয় বলেই,
সামনে ভাল মানুষ সেজে বসতে চাই।


যারা সংগ্রামি জীবনকে ভয় পাই
তারা নিতি কথা বেশি বলে বেড়াই।
জীবন কোন ফুলসজ্জা নয় বলেই,
তারা জীবনের মূখোমুখি হতে ভয় পাই।


পৃথিবী অনেক কিছুই রহস্যময়
তাই তো কত কৌতুহল থেকেই যাই।
ধরাধমে নানান জিনিষ সৌন্দর্যময় বলেই,
অজানা সৌন্দর্যময়তার স্পর্শ পেতে চাই।


মানুষী শখ গুলো যখন মিটে যাই
বেঁচে থাকার প্রেরণা থাকে না।
মানুষের সব শখ মিটে যাইনা বলেই,
তারা কখনওই পুরোপুরি অসুখী হয় না।


এই পৃথিবীর প্রতিটি দিনই সম্ভাবনাময়
সম্ভাবনাময়ী আমাদের প্রতিটি মুহুর্তই।
অনিশ্চিয়তায় জড়িয়ে মানব জীবন বলেই,
নিশ্চয়তা খুজতে গিয়ে মানুষ অসহায়।


মৃত্যুপথযাত্রী কারও কাছে বিদায় নেয় না
শুধু মায়া নামক ভ্রান্তি তাকে গ্রাস করে না।
গ্রাস করে ভয় নামক অনুভূতি বলেই,
মরনকে সহজে বরন করতে পারে না।


মৃত্যু কখনওই ভয়াবহ কিংবা কুৎসিত নয়
এর সৌন্দর্য জন্মের চেয়ে কোন অংশে কম নয়।
মরণকালের সাথে পরিচয় নাই বলেই,
আমরা মৃত্যুকে এত বেশি ভয় পাই।


রচনাকাল :
১৬-০৮-২০১৭
৫:৩৫ পি.এম