যারা আপন ঘরে হাজতের ন্যায় জীবন- যাপন করে।
যারা প্রতিনিয়ত প্রয়োজনীয় পানির সংকটে পড়ে।
যারা কাজের খালা না আসলে নিজেরাই রান্না করে।
যারা নিজের ময়লা কাপড় নিজেরা পরিস্কার করে।
আমি ব্যাচেলর নামে সেই সব মহাপুরুষদের কথা বলছি।


যাদের জীবন দুনিয়াদারির নিয়মে চলানো না হয়।
যাদের মশারী টাঙাতে মাউসের তার ব্যবহৃত হয়।
যারা নিজ পরিবারে নবাবি হালে জীবন কাটায়।
যারা ব্যাচেলর বাসায় এসে কাজের ছেলে হয়ে যায়।
আমি ব্যাচেলর নামে সকল কাজের কাজিদের কথা বলছি।


যারা অসুস্থ হলে ঘরের কোণে সেবা হীনতায় থাকে।
যারা মনের দুর্বিসহ আর্তনাদ গুলো লুকিয়ে রাখে।
যারা কষ্ট লুকিয়ে রাখে অসুস্থ হাসির আড়ালে।
যারা টাকার অভাবে সারাটা দিন না খেয়ে পার করে।
আমি ব্যাচেলর নামে সেই আবেগহীন মানুুষদের কথা বলছি।


যাদের ঘরের জিনিস গুলো যেখানে থাকার সেখানে থাকেনা।
যাদের ঘরের কোণে জমে থাকা ময়লার স্তূপ কখনো চোখে পরেনা।
যারা দশ টাকার চা পাঁচজনে শেয়ার করে, যখন টাকা থাকেনা।
যাদের ঘরে দিনে তিনবেলা খাওয়ার নিয়ম কখনোই চলে না।
আমি ব্যাচেলর নামে সেই অগোছালো মানবদের কথা বলছি।


যারা আবেগী সুরে বলে তুমি চাইলে আকাশের চাঁদ এনে দিব।
যারা হঠাৎ করে রেগে গিয়ে বলে তোমাকে আমি খুন করবো।
যারা অতি উৎসাহে বলে ঝড়, বৃষ্টি, প্রখর রৌদ্র, অমাবস্যা উপেক্ষা করবো।
যারা বিপদকালে বলে একে অপরের জন্য তীর বেগে ছুটে আসবো
আমি ব্যাচেলর নামে সেই সকল মহা বীরদের কথা বলছি।
আমি সকল ব্যাচেলর দের কথা বলছি।


প্রকাশকাল
১০-০৮-২০১৭
১০:০০ এ,এম