ভুলের মূল
তোফায়েল আহমেদ টুটুল


শুধু এক আদেশ অমান্যকরী নাফরমান,
আজাযিল অভিশপ্ত হল ইবলিশ শয়তান।
আল্লাহর হুকুম ছিল সেজদা কর আদম,
মাটিকে সম্মান দিবেনা আগুনের কসম।
আগুন পানি বাতাস নূর মাটির সংমিশ্রন,
প্রধান খলিফা আল্লাহর করিলেন সৃজন।


জান্নাত বাসিন্দা আদম অফুড়ন্ত সুখের,
হাওয়া হল সঙ্গিনী আল্লহার কুদরতের।
নিষেধাজ্ঞার আদেশ ছিল গন্ধমের ফল,
গন্ধমকে হুকুম দিল আদমের পিছু চল।
স্রষ্টার আদেশ অমান্য আদমের মহাভুল,
নিখিল ভূবনের সূচনা সৃষ্টি জগতের মূল।


কে দিল মন্ত্রণা আযাযিলের অহংকার ভুল,
কে পারেনি সৃজিতে আদমকে করে নির্ভুল।
কে লুকালো গন্ধম বৃক্ষে দুনিয়া সৃষ্টির সূচনা
কে করিবে অধম পাপীর সকল ভুল মার্জণা।
কে ফোটাল জান্নাতে গন্ধমের পবিত্র ফুল,
সৃজনে অন্তনিহিত স্রষ্টার রহস্য ভুলের মূল।